ইরানের পরমাণু ইস্যু ‘সঙ্কটজনক’: চীন

ইরানের পরমাণু ইস্যু নিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্তগুলো না মানা পর্যন্ত তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলবেন না। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, আমেরিকা যদি আগে তাদের ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়, তবেই তেহরান চুক্তিতে ফিরবে।

আর চীন বলছে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুু বর্তমানে ‘সঙ্কটজনক অবস্থায়’ রয়েছে। বর্তমান অবস্থায় অনেক সুযোগ এবং চ্যালেঞ্জও রয়েছে। এই অচলাবস্থা দূর করার আসল চাবি হলো দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমরা সবসময় বিশ্বাস করি, চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলা ইরানি পারমাণবিক ইস্যুতে অচলাবস্থা ভাঙার মূল চাবিকাঠি।

ইরান যখন পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন করা বন্ধ করছে- ঠিক তার একদিন পরই চীনের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।

 

সুত্রঃ কালের কণ্ঠ