ঢাকায় গিয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা হবে : লেখক ভট্টাচার্য

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

আমজাদ হোসেন শিমুল:

ঢাকায় গিয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। বুধবার (২৪ ফেব্রুয়ারি) মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদানকালে তিনি এই ঘোষণা দেন।

লেখক ভট্টাচার্য বলেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের শীর্ষ দুই পদে বেশ কয়েকজন প্রত্যাশী রয়েছেন। যারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের পতাকাকে উড্ডীয়ন করে ধরে রাখতে পারবে, যারা ক্লিন ইমেজের সর্বোপরি যারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে আমরা তাদের হাতেই রাজশাহী মহানগর ছাত্রলীগের দায়িত্ব অর্পন করবো।

এর আগে বুধবার বেলা ১১টায় মহানগর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

নগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা,  বাংলাদেশ ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান কিটু, রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি মো. হাবিব খান, রাজশাহী বিশবিদ্যালয় শাখা সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, রুয়েট শাখা সভাপতি নাইম রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক চৌধুরি মাহফুজুর রহমান তপু সম্মেলনে ‍উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন ৫ জন ও সাধারণ সম্পাদক পদে প্রায় ৯ জনের নাম শোনা গেছে। এদের মধ্যে নগর ছাত্রলীগের সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি পিয়ারুল ইসলাম পাপ্পু, রাজশাহী কলেজ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, মহানগর মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদক ফজলে রাব্বী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল দ্বীপের নাম শোনা যাচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান মহানগর ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক একেএম সাফ্ফাত হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুন মুবিন সবুজ, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি, আরেফিন পারভেজ কনক, মেহেদী হাসিন রিমেলসহ আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১০ সেপ্টম্বর কুমার ঘোষকে সভাপতি এবং মাহমুদ হাসান রাজিবকে সাধারণ সম্পাদক করে ১৬১ সদস্যবিশিষ্ট রাজশাহী মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘ ৬ বছর পর আজ অনুষ্ঠিত হলো রাজশাহী মহানগর ছাত্রলীগের কাঙ্ক্ষিত সেই সম্মেলনের প্রথম অধিবেশন।

এএইচ/এস