ইভটিজিংয়ের প্রতিবাদের প্রতিদান !

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাঘায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সুজন আলী নামের ব্যক্তি মারধরে আহত হয়েছে। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিদান হিসেবে তাকে হাসপতালে চিকিৎসা নিতে হচ্ছে। নিজ ইউনিয়নে বাঘার পাকুড়িয়া এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি মারাত্মক আহত।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকের টাইমলাইনে পোস্ট করেছেন এই ঘটনার কিছু কথা।

তার ফেসবুকের পোস্ট তুলে ধরা হলো.. ‘Suzon Ali রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। নিজের ইউনিয়নে বাঘার পাকুড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে মারাত্মক আহত।

অষ্টম শ্রেণীতে পড়া মেয়েটি তার মামার সাথে এসেছিলো আমার কাছে অভিযোগ জানাতে। তার গ্রাম আলাইপুরের দশম শ্রেণীর একজন ছাত্র তাকে প্রতিনিয়ত উত্যক্ত করে। থানাকে জানিয়েছিলাম। সুজন গিয়েছিলো পুলিশকে সহযোগিতা করতে। ভাবতেই অবাক লাগে দশম শ্রেণীর একজন ছাত্র এতটা ভয়ংকর হতে পারে! এটা মাদকের প্রভাবের ভয়াবহতা।

কয়েকজন গ্রেফতার হয়েছে ইতিমধ্যে। সুজনের জন্য দোয়া করবেন।’

স/আ