ক্যাম্পাসে মশা নিধন কর্মসূচি ইবি ছাত্রলীগের

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে ক্যাম্পাসে তিন দিনব্যাপী মশা নিধন কর্মসূচি শুরু করেছে শাখা ছাত্রলীগ। রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের পেছনে মশা নিধনের স্প্রে করে এ কর্মসূচীর উদ্বোধন করেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে বিশ্ববিদ্যালয় এষ্টেট শাখার সহকারী পরিচালক সাইফুল আলমের সঙ্গে দেখা করেন বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের একটি প্রতিনিধি দল। এসময় তারা ক্যাম্পাসে মশার বংশ বিস্তার রোধে ক্যাম্পাস নিয়মিত পরিস্কারের দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রভাব আশংকাজনক হারে বাড়ছে। সাধারণ শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর থেকে সুরক্ষার জন্য আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। আগামী তিন দিন পর্যন্ত ক্যাম্পাসে এটি অব্যহত থাকবে।’

এসময় জুবায়ের রহমান, রেজওয়ানুল ইসলাম, আব্দুল মান্নান মেসবাহসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স/শা