ইবির তৃতীয় দিনের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ১

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে এক প্রক্সিবাজকে আটক করা হয়েছে। পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১২৫ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই শিক্ষার্থীর নাম ইন্দ্রজীত কুমার। সে মাগুরা জেলার শ্রীরামপুর থানার ওজিত কুমার বিশ্বাস ও চমৎকার রাণীর ছেলে।

রবিবার আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ২য় শিফটের পরীক্ষায় এ ঘটনা ঘটে। অজিতের রোল নং ০৬৬৬২। কিন্তু সে উত্তর পত্রে ৯০৩৯ রোল নম্বর পূরণ করে। বিষয়টি কর্তব্যরত শিক্ষকের নজরে আসলে তাকে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অজিত সেতনা খাতুন নামের এক মেয়ের প্রক্সি দিতে এসেছিল। সেতনার আসন ছিল অনুষদ ভবনের ২৩১ নম্বর কক্ষে। অজিতকে আটকের পর সেতনাকে আটক করতে আসলে ততোক্ষণে পরীক্ষ শেষ হওয়ায় সেখানে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, বর্তমান প্রশাসন সকল প্রকার জালিয়তিকে শক্ত হাতে প্রতিহত করতে বদ্ধ পরিকর। একজন প্রক্সিবাজকে আটক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে মাধ্যমে এর বিচার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স/শ