ইবির ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ই’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

‘ই’ ইউনিটের সমন্বয়কারী ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. শরিফুল ইসলাম সন্ধ্যা ৭টায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন।

এ সময় ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এছাড়াও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মনজারুল আলম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ ইপস্থিত ছিলেন।

‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে মোট ১৩,০২৬ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭,৯৭২ জন। এদের মধ্যে ১,৮২৮জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) ফলাফলের বিস্তারিত জানা যাবে।

স/অ