ইবির আল হাদিস বিভাগে পিএইচডি সেমিনার

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে দশটায় থিওলজি অনুষদের ডিনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন থিওলজি অনুষদের ডিন প্রফেসর ড. আবুল বারাকাত মোঃ ফারুক। বিশেষ অতিথি ছিলেন বিভাগের সভাপতি ও পিএইচডি গবেষনার তত্বাবধায়ক প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন।

বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন একই বিভাগের প্রফেসর ড. জাকির হুসাইন। এছাড়া প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ।

‘ধর্মতত্বে শাহ অলি উল্লাহ (র) এর অবদান’ শিরোনামে পিএইচডি গবেষক ফাতিমা ইয়াহইয়া তার গবেষনা পত্র পাঠ করেন।

স/অ