সোমবার , ১৭ জুন ২০১৯ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইবির অধীনে ফাযিল-কামিল পরীক্ষার ফল প্রকাশ

Paris
জুন ১৭, ২০১৯ ৪:১৩ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যায়ের অধীনে ফাযিল স্নাতক ও কামিল স্নাতকোত্তর ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এবং ফাযিল স্নাতক ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এর ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।

এসময় ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু। এবার ফাযিল ২য় বর্ষে (অনিয়মিত) ৮৪ দশমিক ১৯ শতাংশ এবং ফাযিল ৩য় বর্ষে ৯৮ দশমিক ১০ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া কামিল (অনিয়মিত) পরীক্ষায় পাশ করেছে ৮৯ দশমিক ২০ শতাংশ।

অনুষ্ঠানে অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আকবর হোসেন, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মেহের আলী, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আলী হাসানসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাভলু বলেন, ‘পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে পাওয়া যাবে। প্রকাশিত ফল পুনর্বিবেচনা করতে হলে অগামী ৩০ দিনের মধ্যে আগ্রহীদের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। প্রকাশিত ফল পরিবর্ধন, সংশোধন এবং বাতিলের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সংরক্ষিত আছে।’

স/শা

সর্বশেষ - শিক্ষা