ইবিতে ড. নাসের স্মরণে লেকচার সিরিজ অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি
কিংবদন্তী পরিসংখ্যানবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্যপ্রয়াত প্রফেসর ড. মোহাম্মদ নাসের এর স্মরণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশগত পরিসংখ্যান’ বিষয়ক লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে পরমানু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইবির পরিসংখ্যান বিভাগ এ লেকচার অনুষ্ঠানের আয়োজন করে।

দুই দিনব্যাপি লেকচার সিরিজ অনুষ্ঠানে পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা ও সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার বল স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর এএইচএম রহমতুল্লাহ ইমন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, “আমাদেরকে গবেষণামুখী হতে হবে। পুস্তক থেকে জ্ঞান আহরণই শেষ কথা নয়। ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রতিটি বিভাগকে জ্ঞান সৃষ্টির একেকটি দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, “সবাই মৃত্যুঞ্জয়ী হতে পারে না। অধ্যাপক মোহাম্মদ নাসের মৃত্যুঞ্জয়ী হতে পেরেছেন কারণ, তাঁর কর্মজীবন, গবেষণা, আচরণসহ প্রত্যেকটি বিষয় তাঁর শিক্ষার্থীদের স্পর্শ করতে পেরেছিল।”
লেকচার সিরিজ অনুষ্ঠানের আলোচক প্রফেসর ইমন ‘রিগ্রেশন এ্যানালাইসিস অ্যান্ড ইনভাইরনমেন্টাল স্ট্যাটিসটিকস’ বিষয়ক বিষদ আলোচনা করেন। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

স/অ