ইফতারের জন্য হঠাৎ থেমে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা

রোজা রেখেই ফুটবল ম্যাচে অংশ নিয়েছিলেন লেস্টার সিটির দুই মুসলিম ফুটবলার ফোফানা এবং কৌইয়াত।

খেলা চলা অবস্থায় ইফতারির সময় হলে এই দুই মুসলিম খেলোয়াড়কে রোজা ভাঙতে হঠাৎ করেই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা ৩০ মিনিট বন্ধ করে দেয়া হয়।

ফোফানা ও কৌইয়াতকে ইফতারির সুযোগ করে দিতেই ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক ভিসেন্তে গুয়াইতা বলে কিক না করে লম্বা সময় দাঁড়িয়ে থাকেন। অবশ্য খেলা শুরুর আগেই দুই দল এ ব্যাপারে রেফারি গ্রাহাম স্কটের সঙ্গে কথা বলে নেয়।

রোজা রেখে খেলেই সেই ম্যাচে জয়ী হয় ফোফানা ও কৌইয়াতদের লেস্টার সিটি। মুসলিম ফুটবলারকে ইফতারির সুযোগ করে দেওয়ার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে হয়তো এই প্রথম ম্যাচ বন্ধ রাখা হলো।