ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৭ জন নিহত ও বহু লোক আহত হয়েছেন।

রাজধানী জাকার্তার পশ্চিমে টাঙ্গেরাং এলাকায় একটি শিল্প ভবনের মধ্যের আতশবাজি কারখানায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ বিস্ফোরণ হয়।

বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়ছে।

টাঙ্গেরাং কোটা পুলিশের প্রধান হ্যারি কুরনিয়াওয়ান বলেছেন, ‘আমরা এখনো আহত-নিহতদের উদ্ধার করছি।’ টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কারখানার ওপর দিকে সরু ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

২৭ জন নিহতের খবর পাওয়া গেলেও হতা-হতের সঠিক তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ। তবে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

জাকার্তা পুলিশের জেনারেল ক্রাইম বিভাগের প্রধান নিকো আফিন্তা ইন্দোনেশিয়ার কম্পাস টিভিকে বলেছেন, ‘এ কারখানায় মোট ১০৩ জন কর্মী কাজ করেন।’ তিনি আরো বলেন, আহত ৪৩ কর্মীকে তিনটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: রাইজিংবিডি