ইন্দিরা গান্ধী গোল্ড মেডেল পাচ্ছেন কাটাখালির মেয়র আব্বাস

মইদুল ইসলাম মধুঃ
সমাজ সেবায় বিশেষ অবদানের স্কীকৃতি স্বরুপ সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের শ্রীমতি ইন্দিরা গান্ধী গোল্ড মেডেল ২০১৭ এর জন্য মনোনিত হয়েছেন রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলী।
বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আব্বাস আলী নিজেই। তিনি জানান, গতকাল বুধবার সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের একটি প্যাডে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য প্রতিবারের ধারাবাহিকতায় এবাও শ্রীমতি ইন্দিরা গান্ধি গোল্ড মেডেল ২০১৭ প্রদানের জন্য তাকে মনোনিত করা হয়েছে।
জানা গেছে, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে আগামী ২৩ জানুয়ারি বিকেল ৪ টায় শাহবাগ পাইভেট লাইব্রেরী শওকত ওসমানি মিলনায়তনে  সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শ্রীমতি ইন্দিরা গান্ধি গোল্ড মেডেল ২০১৭ প্রদান করা হবে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একে এম শাহজাহান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে, কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে শ্রীমতি ইন্দিরা গান্ধী গোল্ড মেডেল ২০১৭ এই মনোনিত করায় কাটাখালি পৌরসভা সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের কার্য নির্বাহী কমিটি ও বিচারক মন্ডলিকে ধন্যবাদ ও অভিন্দন জানিয়েছেন।
স/অ