ইনজেকশন দেয়া সহজ করবে প্রযুক্তি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সরাসরি রক্তে ঔষধ পৌঁছে দিতে, বা মুমূর্ষ রোগীকে আইভি স্যালাইন দেয়ার জন্য ইনজেকশন পুশ করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ। অথচ জরুরী সময় নির্ভুলভাবে ধমনি খুঁজে বের করাটা মোটেও সহজ কাজ নয়।

এ ব্যাপারে সাহায্য করার জন্য এসেছে ভেইন ফাইন্ডার।ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে হাতের শিরা-উপশিরার একটি ম্যাপ তৈরি করবে এ মেশিন। সেটি রিয়েল-টাইমে রোগীর হাতের ওপর প্রজেক্ট করা হবে। এর ফলে নার্স বা ডাক্তারের মনে হবে হাতের শিরা-উপশিরাগুলো যেনো তারা সরাসরি দেখতে পাচ্ছেন। ফলে ইনজেকশন সঠিক যায়গায় পুশ করা হবে খুবই সহজ।

ভবিষ্যতে এ প্রযুক্তি ব্যবহার করে পুরো দেহ স্ক্যানও করা যাবে। তবে এটি দুর্ঘটনাস্থলে দ্রুত চিকিৎসা দেয়ার জন্য সবচেয়ে বেশি কাজে আসবে।

ভিডিওটি দেখুন 

ইয়াহু অবলম্বনে