ইথিওপিয়ার সংঘাতপূর্ণ এলাকায় ‘ইতিবাচক অবস্থান’ দাবি উভয় পক্ষের

ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার দেশটির তিগ্রে প্রদেশের বিদ্রোহী আঞ্চলিক সরকারের বিরুদ্ধে সেনা অভিযানের পর আজ বিদ্রোহীরা যুদ্ধে নিজেদের সুবিধাজনক অবস্থার কথা জানিয়েছেন। এর আগে, দেশটির নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদও দাবি করেছেন, সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন।

তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) নেতৃত্বাধীন আঞ্চলিক সরকার জানিয়েছে, শত্রুদের (কেন্দ্রীয় বাহিনী) জন্য তিগ্রে এখন নরকে পরিণত হয়েছে। তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, আবি আহমেদের বাহিনীকে তারা পরাজিত করার শেষ প্রান্তে রয়েছেন।

অন্যদিকে, ইথিওপিয়ার সেনাপ্রধান বারহানু জুলা দাবি করেছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে তারা সকল দিক থেকে বিজয়ের কাছাকাছি রয়েছেন এবং টিপিএলএফ হতাশার মধ্যে পড়েছে বলে জানান তিনি।

ইতিমধ্যে সংঘাতপূর্ণ এলাকা থেকে প্রতিবেশী সুদানে পালিয়ে গেছে অনেক মানুষ। আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে যাওয়া মানুষের স্রোত দিন দিন বাড়ছে  বলে দেশটির বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে। এ মাসের ৪ তারিখে আবি আহমেদ সেনা অভিযান শুরুর পর সংঘাত ক্রমেই বাড়ছে বলে জানা গেছে। উল্লেখ্য, ২০১৮ সালে আবি আহমেদ ক্ষমতা গ্রহণের আগে ৩০ বছর পর্যন্ত ইথিওপিয়ার রাজনীতিতে তিগ্রে অঞ্চলের একাধিপত্য ছিল।

 

সূত্রঃ কালের কণ্ঠ