ইতিহাসের প্রথম পেসার হিসেবে ‘৬০০’ অ্যান্ডারসনের

ইতিহাস হাতছানি দিচ্ছিল সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টটি শুরুর আগেই। কিন্তু অত কাছেও ছিলেন না। ৫৯৩ উইকেট নিয়ে এই টেস্টটি শুরু করেছিলেন জেমস অ্যান্ডারসন। অর্থাৎ দুই ইনিংসে ৭ উইকেট পেতে হতো। একটি কম হলেও আরেকটি সিরিজ পর্যন্ত অপেক্ষা।

কিন্তু ইংলিশ পেসারের যেন তর সইল না। পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টটাতেই মাইলফলকে পা রাখলেন। আজহার আলিকে প্রথম স্লিপে জো রুটের ক্যাচ বানিয়ে টেস্টে ৬০০ উইকেট পূর্ণ করেছেন অ্যান্ডারসন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অ্যান্ডারসনই প্রথম পেসার, যিনি ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন। সব মিলিয়ে এখন টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চতুর্থ অবস্থানে।

অ্যান্ডারসনের সামনে থাকা তিনজনই স্পিনার। ৮০০ উইকেট নিয়ে সিংহাসনে শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়াহ মুরালিধরন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন, তার উইকেটসংখ্যা ৭০৮টি।

অ্যান্ডারসনের কাছাকাছি আছেন ভারতের সাবেক লেগস্পিনার অনিল কুম্বলে। ৬১৯ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে তিনি। ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন যেভাবে খেলে চলেছেন, তাতে কুম্বলেই নন, ওয়ার্নও নিশ্চয়ই ভয়ে আছেন!