ইতিহাসের পাতায় পিংকি

কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে মালয়েশিয়াকে ৮ উইকেটে উড়িয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মালয়েশিয়ার বিপক্ষে মাত্র ৭ রান করার মধ্য দিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন ফারজানা হক পিংকি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

মালয়েশিয়ার বিপক্ষে ৯ বলে ৭ রানে অপরাজিত ছিলেন টপঅর্ডার ব্যাটার পিংকি। ছোট্ট এই ইনিংসের সুবাদে নিজের নাম রেকর্ড বুকে তুলে দিলেন ডানহাতি এই ব্যাটার।

পিংকি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬৯তম ম্যাচে এসে এক হাজারি ক্লাবের সদস্য হন। টি-টোয়েন্টিতে ৮৬১ রান করে বাংলাদেশি নারী ব্যাটারদের তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর ৭৪৬ রান করে তিনে আছেন রুমানা আহমেদ।

আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৩৪৪ রান করেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার সুজা বেস্ট। ৩ হাজার ১২১ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার স্টেফানি টেইলর।

 

সূত্রঃ যুগান্তর