ইতালিতে সড়ক দুর্ঘটনায় হাঙ্গেরির ১৬ স্কুল শিক্ষার্থী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালির উত্তরাঞ্চলে হাঙ্গেরির একটি স্কুল বাস দুর্ঘটনায় পড়ে ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৯ জন। স্থানীয় সময় শুক্রবার ভোরে ইতালির উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

 

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, হাঙ্গেরির স্কুল বাসটি ভেরোনা এলাকায় দুর্ঘটনায় পড়ে। এরপরই বাসটিতে আগুন ধরে যায়। বাসটি ফ্রান্স থেকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট ফিরছিল। ছুটি কাটাতে ফ্রান্সে এসব শিক্ষার্থীরা একটি পাহাড়ি এলাকায় গিয়েছিল।

 

খবরে আরও বলা হয়েছে, নিহত স্কুল শিক্ষার্থীদের বেশির ভাগই ছেলে। তাদের বয়স ১৪-১৮ বছর।  বাসটি সড়কের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে উল্টে গেলে তারা বাস থেকে ছিটকে পড়ে।  আগুন ধরে যাওয়ার ফলে বাকি শিক্ষার্থীরা বাসের মধ্যে আটকা পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে। আহত শিক্ষার্থীদের মধ্যে ১০জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

বাসটি সড়ক ছেড়ে নেমে গিয়েছিল কি না তা জানা যায়নি।  ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা নেই।

সূত্র: বাংলা ট্রিবিউন