ইতালিতে রহস্যময় কঙ্কাল!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইতালির রাজধানী রোমে মাটি খুড়ে বহু বছর আগের একটি কঙ্কাল পাওয়া গেছে।

শুক্রবার মেট্রো বি পিরামিড রেলস্টেশনের কয়েক গজের মধ্য থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

জানা যায়, রোমের পিরামিড নামক মেট্রো স্টেশনের সম্মুখে সংস্কার কাজ করার সময় শুক্রবার সকালে মাটির প্রায় ১ মিটার গভীরতায় কঙ্কালটি পাওয়া যায়। এ সময় কঙ্কালটি দেখতে অসংখ্য মানুষ ভিড় জমায়।

ইতালির পিরামিড রোমের ব্যস্ততম একটি স্টেশন। প্রতিদিন হাজার হাজার পথচারী এই রাস্তায় চলাচল করে।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালের জুলাই থেকে ১৯৪৪ সালের জুন পর্যন্ত রোমে বেশ কয়েকবার বোমা হামলা করা হয়। ওই সময় নিহত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি।

মানব কঙ্কালটি ওই সময়কালের হতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ প্রশাসন।