ইউপিআর ও বাংলাদেশ : তরুণদের সাথে সংলাপ

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘের সনদ নয় বাংলাদেশের সংবিধানের আলোকে মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করলে সেটাই হবে গুরুত্বপূর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও আইন ও সালিশ কেন্দ্রের যৌথ উদ্দোগে আয়োজিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

ইউপিআর ও বাংলাদেশ : তরুণদের সাথে সংলাপে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান, প্রফেসর আনম ওয়াহিদ, প্রফেসর আনিসুর রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর আবদুল হান্নান, আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক ( কর্মসুচি) অ্যাড নিনা গোস্বামী, সমন্বয়কারী তামান্না হকসহ সমন্বয়কারী মাইমুনা এবং পরিবর্তন পরিচালক রাশেদ রিপন বক্তব্য দেন। ডিনস কমপ্লেক্সে আয়োজিত সংলাপে আইন বিভাগের শিক্ষক ও শিক্ষাথীরা অংশ নেয়।

এএইচ/এস