ইউক্রেন সফরে যাচ্ছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট

রাশিয়ার হামলার কবলে পড়া ইউক্রেন সফরে যাচ্ছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তো মেটসোলা। গতকাল বৃহস্পতিবার এক টুইট করে তিনি জানিয়েছেন, ‌’কিয়েভ যাওয়ার পথে’।

ইউরোপিয়ান পার্লামেন্টের কর্মকর্তারা অবশ্য বলেছেন, প্রেসিডেন্টের ইউক্রেন সফরের ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত কারণে বিস্তারিত জানানো যাচ্ছে না। সেখানে গিয়ে তিনি কাদের সঙ্গে দেখা করতে পারেন, সে ব্যাপারেও গোপনীয়তা বজায় রাখা হয়েছে।

এই সপ্তাহের শুরুর দিকে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট বলেছিলেন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার প্রার্থী দেশ হওয়ার ব্যাপারে ইউক্রেনের আকাঙ্ক্ষাকে সমর্থন করা ইউরোপিয়ান পার্লামেন্টের জন্য গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে গভীর রাতে ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবেদন করেছিলেন, তাঁর দেশকে যেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয়।
সূত্র: বিবিসি।