ইউক্রেন সঙ্কট: দুই মাসে রাশিয়া থেকে বেশি জ্বালানি কিনেছে জার্মানি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেন রাশিয়ার সেনা অভিযানের প্রথম দুই মাসে নিষেধাজ্ঞা, কূটনীতিক বহিষ্কারসহ মস্কোর বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে জার্মানি। তবে গবেষণা বলছে, গেল দুই মাসে রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি জ্বালানি আমদানি করেছে জার্মানি।

স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য সেন্টার ফর রিসার্চ এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের’ মতে ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত জীবাষ্ম জ্বালানি রপ্তানি করে রাশিয়া ৬৩ বিলিয়ন ইউরো আয় করেছে।

জাহাজ চলাচলের তথ্য, পাইপ লাইনের গ্যাস প্রবাহের রিয়াল টাইম ট্রাকিং ও মাসিক ব্যবসার হিসেবের তথ্য ঘেঁটে গবেষণা সংস্থাটি জানিয়েছে, এর মধ্যে জার্মানি একাই রাশিয়াকে জ্বালানির জন্য ৯.১ বিলিয়ন ইউরো পরিশোধ করেছে গেল দুই মাসে।

তবে গবেষণা প্রতিষ্ঠানের দেওয়া এই তথ্যের ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি জার্মানি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন