ইউক্রেন রক্ষায় যুদ্ধে নামছেন কিংবদন্তি দুই বক্সার

রাশিয়ার আগ্রাসন থেকে মাতৃভূমি ইউক্রেনের রক্ষায় যুদ্ধে নামার ঘোষণা দিলেন সাবেক বিশ্বসেরা বক্সার ভিতালি ক্লিৎসকো।

অস্ত্র হাতে তুলে নিলেন এ বক্সার। তার সঙ্গে ভাই  ‘হল অব ফেম’ বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোও তৈরি।

দুই ভাই মিলে জীবন বাজি রেখে দেশের সার্বভৌম রক্ষায় ঝাঁপিয়ে পড়তে অঙ্গিকার করেছেন।

ভিতালি বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন অনেককার। হেভিওয়েট শিরোপা লড়াইয়ে ১৫ জন বিশ্বসেরাকে কুপোকাত করেছেন ক্যারিয়ারে।

২০১১ সালে ভিতালি ও তার ছোট ভাই ভ্লাদিমির ক্লিৎসকো যুগল হিসেবে সবচেয়ে বেশি হেভিওয়েট শিরোপা জেতার রেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান।

রুশ সেনাদের আগ্রাসনে রাজধানী কিয়েভ আক্রান্ত হবার ভিতালি বলেছেন, ‘আমি ইউক্রেনকে বিশ্বাস করি, আমি দেশের উপর বিশ্বাস করি, আমি দেশের মানুষের উপর বিশ্বাস করি। ইউক্রেনের মানুষ শক্তিশালী। সেটাই প্রমাণিত হবে। সার্বভৌমত্ব ও শান্তির জন্য জনগণ আকুল। আমার কাছে আর কোনও উপায় নেই। আমাকে যুদ্ধ করতেই হবে।’

উল্লেখ্য বক্সিং ছেড়ে দেওয়ার পর ২০১৪ সাল থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়রের দায়িত্ব পালন করছেন ভিতালি ক্লিৎসকো।

 

সূত্রঃ যুগান্তর