ইউক্রেন জয়ের পথেই আছে: জেলেনস্কি

কৌশলগতভাবে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন জয়ের পথে আছে বলেই দাবি করেছেন, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার দাবি, ইউক্রেন মস্কোর আগ্রাসন মুক্ত হবেই। তবে কবে নাগাদ রাশিয়ার সেনামুক্ত হবে ইউক্রেন সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি জেলনস্কি।

এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘এটা বলা অসম্ভব ইউক্রেনের ভূমি মুক্ত করতে আসলে কতোদিন লাগবে। কিন্ত এটা বলতে পারি আমরা এটা করবোই। এরইমধ্যে আমরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গেছি।’

এদিকে ইউক্রেনের জনাকীর্ণ এলকায় রাশিয়ার বেশ কয়েকবার  গুচ্ছ বোমা ব্যবহার করেছে বলে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, এই ধরনে অস্ত্র ব্যবহার করা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।

সংস্থাটির লিজ থ্রোসেল বলেছেন, ‘জনাকীর্ণ এলাকায় গুচ্ছ বোমার ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। আমরা জানতে পেরেছি রাশিয়া কর্তৃপক্ষ সাধারণ নাগরিক ও তাদের বাড়িঘরে হামলার নির্দেশ দিয়েছে। তারা শহর ও গ্রামে নির্বিচারে হামলায় আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এমন অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এটা যুদ্ধাপরাধ হেতে পারে।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন