ইউক্রেন ইস্যুতে রাশিয়ার দাবি পূরণ করতে পারে না ন্যাটো

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া যে সমস্ত দাবি জানিয়েছে ন্যাটো জোট তা পূরণ করতে পারে না।

তিনি বলেন, মস্কো ন্যাটোর এ অবস্থান জানার পরেও তা নিয়ে চাপ সৃষ্টি করছে।

শনিবার জার্মানিতে অনুষ্ঠানরত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এসব কথা বলেন ন্যাটোর মহাসচিব।

তিনি বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সেখানে যুদ্ধের বাস্তব ঝুঁকি রয়েছে।

পূর্ব ইউক্রেনের দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটের রুশপন্থী গেরিলা নেতারা পূর্ণ সেনা সমাবেশ ঘটানোর ঘোষণা দিয়েছেন। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, এ ঘটনাকে রুশ আগ্রাসনের জন্য অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে।

এদিকে, আজ ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের চলমান মহড়া পরিদর্শনের কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো সমর্থনের প্রত্যাশায় ইউরোপ সফরে বের হয়েছেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন