ইউক্রেনে রুশ হামলার সর্বশেষ অবস্থা জানাল যুক্তরাজ্য

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাজ্য দেশটিতে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনে রাশিয়া এখন পর্যন্ত তার আসল লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। খবর গার্ডিয়ানের।

গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের মাত্রা এবং প্রচণ্ডতা দেখে রুশ সেনাবাহিনী বিস্মিত হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গোয়েন্দা তথ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে— রাশিয়া ইউক্রেনে অভিযানের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন তারা ইউক্রেনকে চেপে ধরার কৌশল নিয়েছে। আর এতে ইউক্রেনে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে।

অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। শনিবার ২৪তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ।

সূত্র:যুগান্তর