ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ব্যর্থতার হার ৬০ শতাংশ : যুক্তরাষ্ট্র

ইউক্রেনে হামলা চালানোর জন্য ব্যবহার করা রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ৬০ শতাংশ বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। তিনটি মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা অবশ্য নিজেদের ধারণার কথা বললেও নাম প্রকাশ করেননি। এমনকি এ ব্যাপারে কোনো তথ্য-প্রমাণও সরবরাহ করেননি।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র কেন এত বেশি পরিমাণে ব্যর্থ, তার কারণও জানাননি মার্কিন ওই কর্মকর্তারা।

মার্কিন কর্মকর্তাদের এই মন্তব্যে ক্রেমলিন কিংবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা চলতি সপ্তাহে জানিয়েছেন, পেন্টাগনের হিসাব অনুসারে আগ্রাসন শুরুর পর রাশিয়া ইউক্রেনে এক হাজার ১০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তার মধ্যে ঠিক কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং কতগুলো ব্যর্থ হয়েছে তা সঠিকভাবে জানায়নি রাশিয়া। মার্কিন কর্মকর্তারা বলেছেন, বিমান থেকে ফেলা ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যর্থতার হার ২০ থেকে ৬০ শতাংশ।

 

সূত্রঃ  কালের কণ্ঠ