ইউক্রেনের সেনাদের লড়াই শেখাবেন কানাডার প্রশিক্ষকরা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সেনাদের লড়াই শেখাতে যুক্তরাজ্যে যাচ্ছেন কানাডার সেনাবাহিনীর প্রশিক্ষকরা। কানাডার  প্রতিরক্ষা মন্ত্রী অনিতা আনন্দের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনিতা আনন্দ জানান, কানাডিয়ান সশস্ত্র বাহিনীর ২২৫ জন সদস্য চার মাস যুক্তরাজ্যে থাকবে। তারা ব্রিটেন, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের প্রশিক্ষকদের পাশাপাশি ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে।

এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে, এটা ইউক্রেনের সমর্থনে সব মিত্র ও অংশীদারকে একযোগে এগিয়ে আসার একটি মুহূর্ত।

রাশিয়া আক্রমণ শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে ইউক্রেনে অবস্থিত একটি কানাডিয়ান সামরিক প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়।

এদিকে, স্কুল এবং জনবসতিপূর্ণ স্থানে সেনা ঘাঁটি তৈরি করে ইউক্রেনের সেনারা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করছে এবং বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকিতে ফেলছে। এমন অভিযোগ করে বৃহস্পতিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 

সুত্রঃ যুগান্তর