সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইউক্রেনের গোলাবর্ষণে সীমান্তবর্তী রুশ গ্রামে নিহত ৩

Paris
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনের গোলাবর্ষণে তিনজন নিহত হয়েছে। প্রাদেশিক গভর্নর সোমবার এ তথ্য জানিয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো তার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী বসতিগুলো প্রায় প্রতিদিনই গোলাবর্ষণ ও ড্রোন হামলার শিকার হয়েছে।

বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে এক পোস্টে জানান, গ্রামটিতে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী গোলাবর্ষণ করেছে।

এতে দুজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর নিহত হয়েছে।
তিনি আরো বলেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আরখানগেলস্কো গ্রামে হামলায় এক শিশুসহ আরো দুজন আহত হয়েছে।

এলাকাটি ইউক্রেনের উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের ঠিক বিপরীতে অবস্থিত, যেখানে মস্কো মে মাসে একটি বড় ধরনের নতুন আক্রমণ শুরু করেছিল, যার উদ্দেশ্য ছিল রাশিয়ার নিজস্ব সীমান্তবর্তী গ্রামগুলোকে গোলাবর্ষণ থেকে রক্ষার জন্য একটি ‘বাফার জোন’ তৈরি করা।

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক