ইংল্যান্ড সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী বাশার

সিল্কসিটি স্পোর্টস ডেস্ক :

পহেলা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। ইতোমধ্যে সাকিব আল হাসান ছাড়া প্রায় সবাই যোগ দিয়েছেন অনুশীলনে। শুক্রবার চলছে টাইগারদের দ্বিতীয় দিনের অনুশীলন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সেই অনুশীলন দেখতে এসেছিলেন জাতীয় দলের নির্বাচক ও টাইগারদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন এই সহকারী নির্বাচক। বলছিলেন, ইংল্যান্ডকে হারানো যাবে না এমন কোনো কথা নেই।

ইংল্যান্ড সিরিজ প্রসঙ্গে বাশার বলেন, ‘ওয়ানডেতে আমরা ধারাবাহিকভাবে পারফর্ম করছি সবার সঙ্গেই। ফলে আশা তো অবশ্যই আছে। ভারত কিন্তু অনেক ভালো দল, ওদের তৃতীয় দলও যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারে। ভারতকে তো এখানে হারালাম আমরা। ইংল্যান্ডকে হারানো যাবে না এমন কোনো কথা নেই। আর সহজ বলতে আসলে কোনো দল নেই। সব দলই কঠিন। ইংল্যান্ডও বেশ ভালো দল। আমরা যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে সিরিজ জেতার চান্স আছে।’

দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তাকে নিয়ে বাশার বলেন, ‘চন্ডিকা কিন্তু বাংলাদেশ দল সম্পর্কে জানে। তার জন্য একদম নতুন শুরু নয়। আমাদের দল, দলের সংস্কৃতি, পরিবেশ সম্পর্কে জানে। অন্যদের চেয়ে ওর  সময়টা কম লাগবে। ভালো কিছুই হতে পারে। সবাই সবার কাজটা বুঝে, ফলে এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই।’

আসন্ন ইংল্যান্ড সিরিজের উইকেট নিয়ে বাশার বলেন, ‘অবশ্যই আমরা সবাই আলোচনা করি (উইকেট নিয়ে)। কোন দলের বিপক্ষে খেলছি সেটাও নির্ভর করে। ভারতের সঙ্গে যে উইকেটে খেলব ইংল্যান্ডের সাথে তো সেই উইকেটে নাও খেলতে পারি। বিপিএলে আমরা ভালো উইকেট পেয়েছি, আমার মনে হয় এখন জেতার জন্য উইকেটের সাহায্য লাগবে। আমরা কিন্তু বাইরে যেয়েও জিতে আসছি। এটা তেমন নয় যে বাংলাদেশের জিততে হলে ওইরকম উইকেট লাগবে। আমাদের স্কোয়াডে চার‍টা পেসার এবং তিনটা স্পিনার আছে। অবশ্যই প্রতিপক্ষ দেখে স্ট্র্যাটেজি ঠিক করা হবে। সবাই এটাই করে।’