ইংল্যান্ড-দ.আফ্রিকা ম্যাচে প্রভাব পড়বে আবহাওয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বৃহস্পতিবার পর্দা উঠছে বিশ্বকাপ-২০১৯ আসরের। লন্ডনের বিখ্যাত ভেন্যু দ্য কেনিংটন ওভালে দুই দলের ব্যাট-বলের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

তবে সেখানকার আবহাওয়া নিয়ে বেশ শংকিত তারা। তাদের জন্য সুখবর, এদিন দক্ষিণ লন্ডনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বুধবার বৃষ্টি হয়েছে। ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

কন্ডিশন থাকবে আর্দ্র। যে কারণে ম্যাচে বড় প্রভাব রাখতে পারেন পেসাররা। স্যাতসেঁতে ও সবুজ উইকেটের কারণে বিশেষ সুবিধা পাবেন তারা। তবে আবহাওয়াবিদ বলছেন, পূর্বাভাসে বৃষ্টির বার্তা নেই। সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে।

তবে ইংল্যান্ডের জলবায়ুর কোনো বিশ্বাস নেই। এই রোদ তো এ বৃষ্টি। ফলে যেকোনো সময় হালকা বৃষ্টি নামতে পারে। কিন্তু ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা নেই।