রবিবার , ৩ জুলাই ২০১৬ | ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

ইংল্যান্ড ক্রিকেট দল আসবে তো?

Paris
জুলাই ৩, ২০১৬ ৩:৩৪ পূর্বাহ্ণ

ক্রীড়া ডেস্ক : নিরাপত্তাঝুঁকির কারণে গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। একই কারণ দেখিয়ে এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিল তারা। শুক্রবার রাতে গুলশানে এক রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলায় ২০ বিদেশি নাগরিক নিহতের পর প্রশ্ন উঠেছে, আগামী সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসবে তো?

 

এরই মধ্যে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়ে দিয়েছে, সফরের আগ পর্যন্ত বাংলাদেশে নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা। বিষয়টি নিয়ে তাদের ফরেন এন্ড কমনওয়েলথ অফিস (এফসিও) এবং নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে তারা।

 

শনিবার ইসিবির একজন মুখপাত্র বলেন, ‘আমাদের খেলোয়াড় ও ম্যানেজমেন্টের নিরাপত্তা এবং সুরক্ষার ব্যাপারে ইসিবি সব সময়ই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করা সব দলের বিদেশ সফরের ক্ষেত্রেই এই নীতি অবলম্বন করা হয়।’

 

তিনি আরো বলেন, ‘আসছে সপ্তাহ ও মাসগুলোতে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করব আমরা। প্রয়োজন হলে সফরের আগে আমরা নিরাপত্তার বিষয়টা আরো পর্যবেক্ষণ করব। ইংল্যান্ড দলের জন্য কী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে।’

 

ওই মুখপাত্র বলেন, ‘আমরা এফসিও’র সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব। যদি আমাদের নিরাপত্তা প্রধান এবং এফসিও জানায়, সেখানকার পরিবেশ নিরাপদ নয়, তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

 

ইতিমধ্যে বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের প্রতি সতর্কতা জারি করা হয়েছে ইংল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিদেশি নাগরিকরা যে সব জায়গায় সমবেত হয়, আন্তর্জাতিক মানের হোটেল, সুপারমার্কেট, রেস্তোরাঁ, এবং ক্লাবে না যেতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের।

 

 

সূত্র: রাইজিংবিডি

 

সর্বশেষ - খেলা