আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
মঙ্গলবার (০৬ জুন) সকাল ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বেলা ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের গ্রুপের সঙ্গে তার বিদ্রোহী গ্রুপের সংঘর্ষের জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট ছড়িয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মাঝে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন অর্ধশত লোকের দুইটি দল। প্রত্যেকের হাতে লাঠিসহ দেশিয় অস্ত্র দেখা গেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার  বিদ্রোহী চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান গ্রুপ শো-ডাউনের আয়োজন করে। তবে বিদ্রোহীদের শো-ডাউনে যেন আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা আসতে না পারে, সেজন্য মহাসড়কের মোড়ে মোড়ে তল্লাশি চালানো হয়। এতে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাস, ট্রাক, পিকআপভ্যান ও অ্যাম্বুল্যান্সও তল্লাশি করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অচল অবস্থায় আছে। মহাসড়কে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। নির্বিচারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছে।