আড়ানী পৌর নির্বাচন আ.লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন দাখিল


 বাঘা প্রতিবেদক
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনের ১৬ জানুয়ারী ভোট গ্রহনের দিনকে সামনে রেখে আ.লীগ ও বিএনপির দলীয় মনোনীত দুই প্রার্থীসহ মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আরো দুই প্রার্থী। রোববার নিজ নিজ সমর্থক নিয়ে তারা দলীয় মনোনয়ন দাখিল করেন।

মেয়র পদে ৪ প্রার্থীরা হলেন-মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আড়ানী পৌর আ’লীগের সভাপতি শাহীদুজ্জামান শাহীদ। বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক। বিদ্রোহী প্রার্থী আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি, বর্তমান আড়ানী পৌর মেয়র ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী মনোনয়নপত্র দাখিল করেন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিকে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আড়ানী পৌর আ’লীগের সভাপতি শাহীদুজ্জামান শাহীদ তিনটি ট্রাক, দুটি মাইক্রো, ৫ শতাধিক মোটরসইকেলের শোডাউন নিয়ে মনোনয়ন দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজাুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবির, আওয়ামীগ নেতা মাসুদ রানা তিুল, আবদুল মতিন, মাসুদ পারভেজ কলিন্স, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শফিকুর রহমান, আজিজুল আযম, মেরাজুল ইসলাম প্রমুখ।

বিএনপির প্রার্থী তোজাম্মেল হকের পক্ষে উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, বিএনপি নেতা সাইফুল ইসলাম, কামাল হোসেন, তফিকুল ইসলাম তফি, সুজাত আহম্মেদ তুফান, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু প্রমুখ। অন্যান্য প্রার্থীরাও তাদের নিজ নিজ শত শত সমর্থিত লোকজন নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও রিটানিং অফিসার শাহিন রেজা জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৩০ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানয়ারী। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৮৮৪। এরমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮৭৮ ও নারী ভোটার ৭ হাজার ১০৬।

স/আ.মি