বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আসমা ঊষার কবিতা

Paris
জুন ১৩, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ

আম্বিলিকাল-৪

যেন আমিই আমার শিশু
প্লাসেন্টায় বিপুল ক্ষুধা!
থলের ভেতরে মদ, বাইরে প্যাটিস
থলের ভেতরে নখ, বাইরে লালাভ জিভ
থলের ভেতরে অবহেলা দুলে দুলে ফুল করে তোলে
আমার একান্ত হৃদপিণ্ড, একান্ত ত্রিকোণ গোলাপ;
থলের ভেতরে তুমি সিঁদুরের রঙ থেকে ফ্যাকাশে হচ্ছো
ক্রমাগত ফ্যাকাশে কেমন… থলের ভেতরে জ্যাকপট
ভূমিষ্ট হতে যাচ্ছে জ্যাকপট, থলের বাইরে,
ঝরে পড়া প্লাসেন্টায় পেঁচানো আস্ত মাংসল তুমি
ভাগাড়ের দিকে যাচ্ছো, নারী নারী অহংকারে—
কোনো দিন আর কারোই হবে না জ্যাকপট।

আম্বিলিকাল-৫

প্লাসেন্টায় অহস্য ক্ষুধা
থলের ভেতরে দাঁত, বাইরে বিস্কুট

আম্বিলিকাল-৬

বিস্কুটের মুখ ভরা দাঁত
প্লাসেন্টায় ভয়
ভয়কে চিবিয়ে খাবে?
বিষের নাগর হবে?
সাদা ছি! ছি! বিষ ঢেলে পালাবে আবার?
সবুজ কুমারী ওরে, অন্তর অন্তর
সবুজ— বিষেরও রঙ হয়
প্লাসেন্টায় সবুজাভ ক্ষুধা!

সর্বশেষ - শিল্প ও সাহিত্য