আসছে গুগলের দুই পিক্সেলবুক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্টারনেট জায়ান্ট গুগল নতুন ল্যাপটপ আনতে যাচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের নয় তারিখ পিক্সেলবুকের দুটি সংস্করণ উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্যা নেক্সট ওয়েবে প্রকাশিত এক  খবরে এমন তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ‘নোটান কোড’ নামে গুগল নতুন পিক্সেলবুকের কাজ করছে। ডিভাইসটিতে থাকতে পারে কম বেজেলের এইচডি ডিসপ্লে। সারফেসবুকের মত ডিজাইন হতে পারে এর। যেন ব্যবহারকারীরা চাইলে ল্যাপটপটিকে ট্যাবের মতই ব্যবহার করতে পারেন।

এদিকে ক্রোমআনবক্স  সাইটে বলা হচ্ছে, নতুন পিক্সেলবুকে ফ্লিপ করার সুবিধা থাকবে। সেই সঙ্গে থাকবে পেন ব্যবহারের সুবিধা।

তবে ল্যাপটপ দুইটির কনফিগারেশন কী থাকবে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

আগামী মাসে ল্যাপটপ ছাড়াও নতুন পিক্সেল ফোন, গুগল হোম ম্যাক্স, গুগল হোম মিনি, গুগল ক্লিপস, পিক্সেল বাডস ইত্যাদি ডিভাইস উন্মোচন করতে পারে গুগল।

দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে