আশ্বিনের ঝুম বৃষ্টিতে নগরজুড়ে ব্যাপক জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক:
আশ্বিন মাসের ঝুম বৃষ্টিতে রাজশাহীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার পর পরই শুরু হওয়া ঘন্টাব্যাপী এ বৃষ্টির কারণে পানিতে ডুবে যায় নগরীর নিচু রাস্তাগুলো। এমনকি বাড়ি-ঘরের সামনেও হাঁটু পানি জমে যায়। আর তাতেই মানুষের মাঝে ব্যাপক দুর্ভোগ নেমে আসে।

14459851_639822546181931_666458162_n-copy

মূষলধারে একটানা প্রায় সোয়া ঘন্টার বৃষ্টি নগরীর মানুষের মাঝে যদিও কিচুটা স্বস্তি এনেছে। তবে দীর্ঘ সময়ের বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতায় ভোগান্তিও পোহাতে হয়েছে মানুষদের। কোনো এলাকায় ঘর-বাড়ির মধ্যেও পানি ঢুকে গেছে।

3
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র সিল্কসিটি নিউজকে বলেন, নগরীতে মুষলধারে বৃষ্টি শুরু হয় ১২  টা ৫০ মিনিটের দিকে। যা অব্যাহত থাকে দুপুর ২টা পর্যন্ত। এ সময়ে রাজশাহীতে ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়।

2
এদিকে বৃষ্টিপাতের পর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, কাদিরগঞ্জ, নিউ মাকের্ট, কাদিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় রাস্তায় প্রায় হাটু সমান পানি। সাহেব বাজারের বিভিন্ন হোটেলগুলোতে পানি ঢুকে পড়েছে। রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষদের। বৃষ্টিপাতের দীর্ঘ সময় পর সাড়ে ৯টার পর থেকে নগরীর বিভিন্ন এলাকার পানি নেমে যায়। তবে এখনো কোথাও কোথাও জলাবদ্ধতা রয়েছে।

14459851_639822546181931_666458162_n-copy

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, নগরীর ড্রেনেজ ব্যবস্থা অনেক ভালো। ফলে দীর্ঘ সময়ের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। বৃষ্টি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সব পানি নেমে যাবে।

 

স/আর