আল আকসা মসজিদের খতিব হাসপাতালে চিকিৎসাধীন

ফিলিস্তিনের পবিত্র আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরি অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) ৮২ বয়সী এ মুসলিম ব্যক্তিত্বকে পশ্চিম জেরুজালেমের আল মাকাসেদ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সংবাদ সূত্রে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। অবশ্য তাঁর স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

শায়খ ইকরামা সাবরি দীর্ঘদিন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি ছিলেন। প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত কর্তৃক মনোনীত হয়ে তিনি ১৯৯৪-২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ ও সোচ্চার ভূমিকা রাখায় তিনি ফিলিস্তিনিদের কাছে খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব।

 

সূত্রঃ কালের কণ্ঠ