আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হলেন রাবির সাবেক ছাত্রনেতা তুহিন

নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ ও পরিচালনা সমন্বয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম তৌহিদ অাল হোসেন তুহিন। তার বাসা রাজশাহীর বাঘা উপজেলায়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা অতিকুর রহমান সুমন বিষয়টি সিল্কসিটি নিউজকে নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২২ আগষ্ট আমীর হল থেকে রাত সাড়ে ৯ টায় প্রোগ্রাম শেষ করে মাদারবখস হলে ফিরে আসার সময় সশস্ত্র শিবির ক্যাডাররা হামলা করে তুহিনের উপর। হামলা করে নৃশংস ভাবে কুপিয়ে চার হাত পায়ের রগ কেটে দেয়, সাথে ডান হাতের তিন অাঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়।
মৃত্যু নিশ্চিত মনে করে শিবির ক্যাডার রা চলে যায়। দীর্ঘ ছয়মাস পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন। তবে এখনও স্বাভাবিক চলাফেরা করতে পারে না তিনি।
এবারের নির্বাচন পরিচালনা করতে ১৪০ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নীতিনির্ধারক পর্যায়ের ২৬ নেতাকে ১৩টি উপকমিটির দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে ৬৪ জেলা টিম গঠন করা হয়েছে।
স/অ