আলসেমি করলে আফগানিস্তান ‘কামড়ে’ দিতে পারে

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

২০১৪ সালে এশিয়া কাপে ফতুল্লায় আফগানিস্তানের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।

 

আফগান অলরাউন্ডার মিরওয়েজ আশরাফ শুক্রবার ফতুল্লায় ওই ম্যাচের স্মৃতিচারণ করে বললেন, ‘আমরা ম্যাচটি দারুণ খেলে আইসিসির পূর্ণ সদস্যের দলকে হারিয়েছিলাম। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত ওটাই সেরা সাফল্য।’

 

ইনজুরির কারণে ম্যাচটি খেলতে পারেননি তামিম ইকবাল। তবে দেশসেরা ওপেনার খুব কাছে থেকে হারের তিক্ত স্বাদ পেয়েছেন। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে ২০১৫ বিশ্বকাপে আফগানদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু সেবার টাইগার গর্জনে মাথা তুলে দাঁড়াতে পারেনি মোহাম্মদ নবীর দল।

 

আবারও বাংলাদেশের সামনে আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে সাফল্য পেতে বেশ আত্মবিশ্বাসী তামিম ইকবাল। শুক্রবার মিরপুরে তামিম বলেন, ‘বিশ্বকাপের ম্যাচটির সময়ের চেয়ে এই বাংলাদেশ দলের পার্থক্য অনেক, অন্তত আত্মবিশ্বাসের দিক থেকে। কারণ বিশ্বকাপের পর আমরা  বড় দলের বিপক্ষে কয়েকটা সিরিজ জিতেছি।’

 

আত্মবিশ্বাসের তুঙ্গে থাকলেও তামিম আফগানদের বিপক্ষে বেশ সতর্ক। সরাসরি বললেন, ‘যেকোনো সিরিজের জন্যই গুরুত্বপূর্ণ।  যদি একটু আলসেমি, একটু অবহেলা থাকে, তাহলে আফগানিস্তান আমাদের কামড় দিতে পারে। আমরা তাদেরকে ওই সুযোগটি দিব না।’

 

আফগানিস্তানের পরই ইংল্যান্ডকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। তামিম জানালেন, ইংল্যান্ডের মতো সমান গুরুত্ব পাচ্ছে আফগানিস্তান। তার ভাষ্য, ‘আমি মনে করি না এটা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি সিরিজ। আমরা একটি আন্তর্জাতিক ওয়ানডে সিরিজ খেলছি, ইংল্যান্ড সিরিজের মতোই সমান গুরুত্বপূর্ণ এটি। ইংল্যান্ডকে আমরা যে মর্যাদা দিচ্ছি আফগানিস্তানকেও একই মর্যাদা দিচ্ছি। এখানে জয়-হার সবই রেকর্ড বইয়ে যোগ হবে। এই সিরিজেও প্রতিটি রান, প্রতিটি উইকেটের জন্য  লড়াই করব।’

সূত্র: রাইজিংবিডি