আলভেসের গ্রেফতারে বিস্মিত জাভি

সিল্কসিটি নিউজ ডেস্ক:

যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলের অভিজ্ঞ রাইট ব্যাক এবং সাবেক বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির ডিফেন্ডার দানি আলভেসকে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক নারী। তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে, বার্সেলোনার এক নাইট ক্লাবে আলভেস তাকে স্বল্প বসনা দেখে শরীরে হাত দেন এবং যৌন হয়রানি করেন।

আলভেসের এমন পরিস্থিতিতে হতবাক হয়েছেন বার্সেলোনা কোচ জাভি। কোনোভাবেই তিনি বিষয়টি মানতে পারছেন না। সতীর্থের সম্পর্কে কিছুটা হলেও জানাশোনা রয়েছে তার। তাই এমন সংবাদে বড় ধাক্কাই খেয়েছেন তিনি, ‘এই ধরনের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করা কঠিন। আমি বিস্মিত ও মর্মাহত, মারাত্মক ধাক্কা খেয়েছি। এটা ন্যায়বিচারের প্রশ্ন। যেভাবেই হোক ন্যায়বিচার হতে হবে। দানির জন্য আমার খুব খারাপ লাগছে। ও আমাদের সঙ্গে কেমন ছিল তা নিয়ে আমি হতবাক।’

অভিযোগের শুরু থেকেই আলভেস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ার পরে বলেছিলেন, ‘আমি ওই নারীকে চিনি না। আমি কারো জায়গায় গিয়ে হস্তক্ষেপ করিনি। কীভাবে আমি একজন নারী কিংবা মেয়ের সঙ্গে এমন করতে পারি। ঈশ্বরের দোহায় আমি এমন কিছু করিনি।’

বার্সেলোনার নাইট ক্লাবে অনেকে ছিলেন। তিনিও অন্যদের সঙ্গে নাচছিলেন বলেও তখন উল্লেখ করেছিলেন কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে একটি ম্যাচ খেলা আলভেস, ‘হ্যা, আমি সেখানে ছিলাম, আরও অনেকে ছিলেন, সেখানে আমি নিজের মতো করে উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন , আমি নাচতে পছন্দ করি। কিন্তু কারো জায়গায় গিয়ে আমি নাচিনি।’

সূত্র: সমকাল