আরিয়ানের জন্য মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ হচ্ছে

বাড়ি ফিরেই বাবা-মাকে জড়িয়ে ধরে কেঁদেছেন শাহরুখপুত্র আরিয়ান খান। ছোট ভাই আবরাম খান কিছু না বুঝলেও বড় ভাইয়ের ঘরে ফেরার আনন্দে আত্মহারা।

ছেলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তারকা দম্পতি এবার মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন।

বোন সোহানা থাকেন যুক্তরাষ্ট্রে। কিন্তু ভিডিওকলে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন। আনন্দ এবং আবেগের আবহ মান্নাতের ওই অট্টালিকায়।

গত ২৮ দিন ধরে খবরের শিরোনামে ছিলেন আরিয়ান।  ২৬ দিন ধরে আর্থার রোড জেলে বন্দি ছিলেন। কয়েদি নম্বর ৯৫৬ হিসেবে পরিচিত হয়ে ওঠা। ২৩ বছরের তারকা-সন্তানের মনের ওপর এই এক মাসে ঝড় বয়ে গেছে।

নিজের ঘরে ফিরে এলেও সেই ভয়াবহতাকে ভুলে যাওয়া কঠিন হয়ে যেতে পারে কখনও কখনও। আরিয়ান খানের ক্ষেত্রে তেমন আশঙ্কা করছেন বাবা-মা শাহরুখ ও গৌরী খান।

সচেতন বাবা-মায়ের মতোই তাই ছেলের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি।

তা ছাড়া শাহরুখ যখন ছেলের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে গিয়েছিলেন, তখনই আরিয়ান তাকে জানিয়েছিলেন যে, জেলের খাবার তার মুখে রুচছে না। তাই ছেলের জন্য গৌরী নতুন ডায়েটের নতুন খাবার তৈরি করেছেন।

ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য তার রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

সূত্রঃ যুগান্তর