আরব আমিরাত কোচ ওয়াইস শাহ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সংযুক্ত অারব আমিরাতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়াইস শাহ। এক বিবৃতিতে তাকে এ পদে স্বল্প মেয়াদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড। এর আগে গত সেপ্টেম্বরে কোচিং পরামর্শক হওয়ার পূর্বে স্কটল্যান্ড সিরিজ সামনে রেখে আমিরাত টিমের সঙ্গে কাজ করেন ৩৮ বছর বয়সী ওয়াইস।

 

বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড ইস্ট বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি, আমিরাত ক্রিকেটের সঙ্গে কাজ চালিয়ে যাবেন ওয়াইস। তিন মাসের জন্য তিনি অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় থাকবেন।’

 

‘স্বল্প সময়ে ওয়াইস খেলোয়াড় ও আমিরাত ক্রিকেট সাপোর্ট স্টাফের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন করেছেন। আমরা ডেভিলপমেন্ট ও স্কোরবোডের উন্নতির প্রত্যাশা করছি। তার অন্তভুক্তিতে আমরা খুবই ব্যস্ত সিডিউলে প্রবেশ করেছি।’-যোগ করেন ডেভিড।

 

ইংল্যান্ডের জার্সিতে ৬ টেস্ট, ৭১ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ওয়াইস শাহ। তিন ফরমেটে রান সংগ্রহ যথাক্রমে ২৬৯, ১৮৩৪, ২৪৭। একমাত্র ওয়ানডেতে তার একটি সেঞ্চুরি রয়েছে।

সূত্র: বাংলা নিউজ