আম গাছ থেকে পড়ে রাবি শিক্ষার্থী আহত

রাবি প্রতিনিধি:

ক্যাম্পাসে গাছ থেকে আম পাড়ার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। শুক্রবার ( ৩ জুন) সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনের গাছ থেকে পড়ে তিনি আহত হন।

আহত সুভাষ চন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে রাজশাহী মেডিকেল হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, গাছ থেকে পড়ে শিক্ষার্থীকে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে। ছাত্র উপদেষ্টা ও সহকারী প্রক্টর বিষয়টা দেখভাল করছেন। কোমরে একটু আঘাত লাগছে। ১০ থেকে ১৫ দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক্তার।

উল্লেখ্য, এবছর শিক্ষার্থীদের আম-লিচু খাওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের কোন গাছ লিজ দেইনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে শিক্ষার্থীদের মধ্যে ফল পাড়ার এক অসুস্থ্য প্রতিযোগিতা চলছে। গত ২৯ মে রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের সামনের আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত হন ফারুক হোসেন নামের আরেক শিক্ষার্থী।

জি/আর