‘আমি হলে উমরানকে এখনই জাতীয় দলে নিতাম’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

গতির ঝড় তুলে আইপিএল মাতিয়ে দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক। নিয়মিত ভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের ওপর বল করে নজর কেড়ে নিয়েছেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা এই তরুণ। গত বৃহস্পতিবার ১৫৭ কিলোমিটার গতিতে বল করে আইপিএলে সর্বোচ্চ গতির রেকর্ড গড়েছেন। উমরানে মুগ্ধ সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং ও ইংল্যান্ড তারকা কেভিন পিটারসেন।

হরভজন মনে করেন, দেরি না করে উমরানকে এখনই ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া উচিত। টি-টোয়েন্টি বিশ্বকাপ সংক্রান্ত একটি অনুষ্ঠানে হরভজন বলেছেন, ‘মালিক আমার প্রিয় বোলার। তাকে ভারতীয় দলে দেখতে চাই। তাকে তো বুমরাহর সঙ্গে বল করানো যেতে পারে। এমন  কোনো বোলার নেই যে ১৫০ কিমি প্রতি ঘণ্টার গতিতে বল করে, অথচ দেশের হয়ে খেলে না। জানি না মালিক ডাক পাবে কিনা। তবে আমি নির্বাচক থাকলে উমরানকে নিতাম। ‘

পিটারসেন আবার মনে করেন, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে উমরান সুযোগ পেলে জো রুটদের অস্বস্তিতে ফেলে দিতে পারেন। তার মতে, উমরানকে ছোট ছোট স্পেলে ব্যবহার করা উচিত, ‘আইপিএলে এই মুহূর্তে অনেক প্রতিভাবান তরুণ পেসার আছে। কার্তিক ত্যাগী এবং মহসিন খানও দারুণ বোলার। তবে সেরা উমরান মালিক। আমি ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকলে ইংল্যান্ডের বিপক্ষে আগামী জুলাইয়ের টেস্ট সিরিজে উমরানকে অবশ্যই সুযোগ দিতাম। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ