আমিরাত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল লেবাননের ওপর থেকে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত লেবাননের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

দীর্ঘদিন ধরেই নিজ দেশের নাগরিকদের লেবানন সফরে নিষেধাজ্ঞা জারি রেখেছিল আমিরাত। মঙ্গলবার ওই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

ফলে এখন থেকে স্বাভাবিকভাবেই লেবাননে সফর করতে পারবেন আমিরাতের নাগরিকরা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবানন সরকারের পক্ষ থেকে নিরাপত্তা এবং এ বিষয়ে নিশ্চয়তার ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া আরব আমিরাত ও লেবাননের পারস্পরিক সম্পর্কের ওপরও জোর দেয়া হচ্ছে।

আবুধাবিতে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির আকস্মিক সফরের পরই নতুন এ সিদ্ধান্ত জানানো হলো। এই সফরে তিনি আমিরাত-লেবানন ইনভেস্টমেন্ট কনফারেন্সে অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে সৌদিতে বসেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সাদ হারিরি।

তার পরেই আরব আমিরাত এবং বাহরাইন নিজ নিজ দেশের নাগরিকদের লেবাননে সফরের বিষয়ে সতর্কতা জারি করে। যদিও এখন পর্যন্ত লেবাননের প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করছেন সাদ হারিরি।