আমার ‘কোয়ালিটি’ মেসি-রোনালদোর সমান : বালোতেল্লি

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর ইতালি জাতীয় দলে ডাক পেয়ে জানুয়ারিতে খবরের শিরোনাম হয়েছিলেন স্ট্রাইকার মারিও বালোতেল্লি। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচকে সামনে রেখে অনুশীলন ক্যাম্পের জন্য বালোতেল্লিকে ডেকেছেন ইতালির কোচ রবার্তো মানচিনি। এবার ফের শিরোনামে বালোতাল্লি।

৩১ বছর বয়সী ‘সুপার মারিও’ নিজেকে মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর সমপর্যায়ের ভাবেন।

‘দ্য অ্যাথলেতিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে বালোতেল্লি বলেন, ‘আমি কিছু সুযোগ মিস করেছি। তবে আমি নিশ্চিত যে, আমার কোয়ালিটি মেসি-রোনালদোর সমান। আমি নির্দিষ্ট কিছু সুযোগ মিস করেছি। জানেন? মাঝেমাঝে এটা হয়েই থাকে। বর্তমানে, আমি বলতে পারি না যে আমি রোনালদোর মতো ভালো। কারণ রোনালদো কতটি ব্যালন ডি’অর জিতেছে? পাঁচটি? আপনি তার সঙ্গে তুলনা করতে পারেন না, কেউ পারে না। তবে আপনি যদি ফুটবল খেলার কোয়ালিটির কথা বলেন, সত্যি বলছি, তাদেরকে হিংসা করার কিছু নেই আমার। ’

বর্তমানে তুরস্কের আদানা দেমিরস্পোরের হয়ে খেলা বালোতেল্লি আরো বলেন, ‘আমার এখন যে মানসিকতা, সেটা যদি ম্যানচেস্টার সিটিতে থাকাকালে থাকতো, তাহলে আমি ব্যালন ডি’অর জিততাম। নিশ্চিত আমি জিততাম। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ