আমাদের সেশন ধরে খেলতে হবে: মুশফিক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কাল বৃহস্পতিবার শুরু হবে বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট। ঐতিহাসিকভাবে এই প্রথমই ভারতের মাটিতে টেস্ট খেলবে সফরকারীরা। তাই সেই টেস্টে সেশন বাই সেশনই ভালো খেলার কথা জানালেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার ম্যাচের আগে মুশফিক বলেছেন, ‘আসলে আমাদের দলগত নৈপুণ্যকে সামনে রেখেই খেলতে হবে। আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি সেশন ধরে ভালো খেলা।’

সেক্ষেত্রে বাংলাদেশ দলের পরিকল্পনা কী থাকবে এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘ভারত ভালো দল। তাদের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। বিশেষ করে শীর্ষের ৭ ব্যাটসম্যানকেই ভালো খেলতে হবে। গত নিউজিল্যান্ড সিরিজে যারা ফর্মে ছিল না তাদেরও ফর্মে ফেরা জরুরি এই টেস্টে।’

হায়দরাবাদের উইকেটের প্রকৃতি কেমন জানতে চাইলে মুশফিক বলেন, ‘উইকেটে অনেক টার্ন রয়েছে। দ্বিতীয়, তৃতীয় দিন থেকে ভয়ঙ্কর টার্ন পাবে এই উইকেট।’

টেস্টের শুরু থেকেই ভারতের তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক বিরাট কোহলি ও স্পিনার অশ্বিনকে নিয়ে আলোচনা। সেক্ষেত্রে তাদের নিয়ে আলাদা কোনও পরিকল্পনা থাকছে কিনা জানতে চাইলে মুশফিক কৌশলে উত্তর দিয়ে বলেন, ‘ওদের নিয়ে আলাদা ভাবনা নেই। কারণ ভারত ভালো দল। তাই পুরো দল নিয়েই পরিকল্পনা করতে হবে।’

সূত্র : বাংলাট্রিবিউন