‘আমাদের সহযোদ্ধাদের কবর জন্মভূমিতেই হোক’

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে অংশ নেওয়ায় ভারতের আসাম ও মেঘালয়ে দেশান্তর হওয়া আট শতাধিক প্রতিরোধ যোদ্ধাকে দেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন তাদের সহযোদ্ধারা। আজ রবিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা বীর কমান্ডারদের মানববন্ধনে বক্তারা এ দাবি তোলেন।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর প্রতিরোধযুদ্ধে অংশ নেওয়া কবিরুল ইসলাম বেগ, রতীশ তালুকদার, হায়দার মাস্টার, স্বপন চন্দ প্রমুখ।

প্রতিরোধযোদ্ধা কবিরুল ইসলাম বেগ বলেন, প্রতিরোধযোদ্ধাদের জন্য সরকারি কোষাগার থেকে সাহায্য প্রদান বন্ধ করা হোক।

আমাদের নাম ভাঙিয়ে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দের নামে লুটপাট করা হয়। অথচ আমরা এসব কিছুই চাই না। আমরা চাই আমাদের সহযোদ্ধাদের কবর জন্মভূমিতেই হোক। বঙ্গবন্ধুকন্যার শাসনামলে জাতির জনক হত্যার প্রতিবাদকারীরা আসাম-মেঘালয়ে নির্বাসনে থাকতে পারে না।

মানববন্ধনে অংশ নেওয়া প্রতিরোধ যোদ্ধারা জানান, বঙ্গবন্ধু হত্যার পর দেশের বিভিন্ন অংশে প্রতিরোধ গড়ে তোলেন তারা। হত্যাকারীদের বর্বর অত্যাচারের মুখে তারা ভারতের আসাম-মেঘালয়ে অশ্রয় নেন। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাঙ্গালিভিটা গ্রামের ৬২টি আদিবাসী পরিবার। এরপর কোনো সরকারই তাদের আর দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেনি।

 

সুত্রঃ কালের কণ্ঠ