‘আমাদের নিয়ে সবার আগ্রহ বাড়ছে’

সিল্কসিটি নিউজ ডেস্ক:

নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে এই প্রথম খেলবে বাংলাদেশ দল। টুর্নামেন্ট সামনে রেখে নিউজিল্যান্ডে গিয়ে দশ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার নিজেদের বিশ্বকাপ ভাবনা নিয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণ হয়েছে। তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও আমরা কখনো ওয়ানডে বিশ্বকাপে খেলিনি। তাই এই বিশাল মঞ্চে পারফর্ম করতে উদগ্রীব। আমরা সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে চাই।

নিগার আরও বলেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা কখনো ওয়ানডে খেলিনি। তাই এটা হবে আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। জানতাম একদিন তাদের বিপক্ষে আমাদের খেলতে হতে পারে। ২০১৮ সালে এশিয়া কাপে জয়ের পর বাংলাদেশের ক্রিকেটের চেহারা পালটে যায়। এখন আমাদের নিয়ে সবার আগ্রহ বাড়ছে। গণমাধ্যমের আগ্রহও লক্ষ্য করা যায়। আমরা যখন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলাম, পুরো জাতি খুব খুশি হয়েছিল।

তিনি আরও বলেন, এই প্রতিযোগিতা আমাদের জন্য একটি বিশাল সুযোগ। যদি ভালো করি, অনেকেই আমাদের বিপক্ষে খেলতে আগ্রহী হবে।