‘আমাদের আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার। জনগণকে আমি ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি, সামাজিক দূরত্ব মেনে চলতে অনুরোধ করছি। আমাদের আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে। সংকটে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।’

গতকাল মঙ্গলবার সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস সংকট কোনো রাজনৈতিক ইস্যু নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারক করছেন। এই সময় আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা প্রয়োজন। এ লড়াই আমাদের সকলের বাঁচা-মরার লড়াই। এ সংকটে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরো বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে।’

 

সুত্রঃ কালের কণ্ঠ